সারাদেশ

ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১৬,০০০ হাজার কেজি জাটকা জব্দ

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার তেঁতুলিয়া নদী ও ভেদুরিয়া লঞ্চ এবং ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এসময় কাউকে আটক করা যায়নি।
রোববার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোষ্টগার্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, দেশের ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ শিকারে গত ০১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট এবং খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা থেকে ১৬,০০০ কেজি (৪০০ মণ) জাটকা জব্দ করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং