শিক্ষাঙ্গন

মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখছে, জয়পুরহাটে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মো শামসুল আলম

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার

দেশ ও সুন্দর সমাজ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই। আর মাদ্রাসা শিক্ষকদের শুধু শিক্ষা দেওয়া ও বেতন নেওয়া কাজ নয়, সমাজ সংস্কারে তাদের ভূমিকা রাখতে হবে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার হলরুমে সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মো শামসুল আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা ছিল। অথচ বিগত ১৬ বছর মাদ্রাসা শিক্ষার কোন উন্নয়ন হয়নি। আমাদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ইসলামি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ইসলামি শিক্ষাই দেশ ও মানুষের ভাগ্য বদলে দিবে।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল প্রমুখ।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর