মানিকগঞ্জে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, ৮ টি মাটি বোঝাই গাড়ী আটক ও ১৬ জনকে জরিমানা ও দন্ড

আসাদ, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় রাতের আঁধারে তিন ফসলি জমির মাটি কেটে চলছে বিক্রির মহাৎসব। কোন ভাবেই থামানো যাচ্ছেনা মাটি কাটা। মাটি খেকোদের ভেকুর (মাটি কাটার যন্ত্র) থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে সাটুরিয়ার ফসলের জমি।
অবশেষে সু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ ও অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম।
সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের শেখরীনগর এলাকা থেকে রাত ১ টার দিকে মাটিবাহী ৮টি ড্রাম ট্রাক ও ৪ টি খালি ড্রাম টাকা আটক করেন। খালি গাড়ী গুলোকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে নগদ উসুল করে ৪টি গাড়ী মালিকের জিম্মায় দেন। বাকি মাটি ৮টি গাড়ীর চালক ও হেলপার দের বিভিন্ন মেয়াদে জেল দিয়ে গাড়ীগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নান্দেশ্বরী গ্রামের রিয়াজ (৩৮), ঘিওর গ্রামের মোঃ বাবু (২০), হাজীপুর গ্রামের আব্দুল মালেক (৪৫), লুৎফর রহমান (৩৫), ধুল্ল্যা গ্রামের মোঃ ফারুক (৪০), কমলপুর গ্রামের মারফত আলী (৫০), ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রাধানগর গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৩০), জান্না গ্রামের ফারুক (২৭), নান্দেশ্বরী গ্রামের মোঃ হৃদয় হোসেন ( ২৪), ইন্দরা গ্রামের হৃদয় (২১), কমলপুর গ্রামের নাঈম ইসলাম (২৪), হালুয়া পাড়া গ্রামের মোহাম্মদ আলী (২১) কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও রবিন দেওয়ান(২৮), তানভীর (৩০), লাল চাঁন আহমেদ (৩০), রাকিবুল (২৪) প্রত্যেক কে ৫০ হাজার করে অর্থদন্ড করা হয়।
সহকারী কমিশনার ভূমি তানভীর আহমদ বলেন, পার্শ্ববর্তী থানা ধামরাই এলাকায় মাটির লিক থেকে সাটুরিয়া উপজেলায় মাটি বিক্রি করার সময় গাড়ীগুলো আটক করে জেল ও জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সাটুরিযা থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে গাড়ি আটক করা হয়েছে। সাজাপ্রাপ্ত সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।