মৌলভীবাজারে তারুণ্যের উৎসব উদ্ধোধন করেন – জেলা প্রশাসক
রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার প্রতিনিধি:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে উদ্বোধন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষ্যে পৌর শহরসহ সদর উপজেলা পরিষদ চত্ত্বর পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) সকালে এসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দীন, জেলা বিএনপির কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, জেলা তথ্য-ফিচার আনোয়ার হোসেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীগন।
পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহন করেন।