সারাদেশ

রায়পুরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম, ভাংচুর-লুটপাট

 

মাহমুদ, সানি রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় ঘরে ভাংচুর ও লুটপাট চালিয়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় হামলাকারীরা। বর্তমানে হামলার ভয়ে দিনমজুর শাহজাহান রাড়ীর পরিবার এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মদিনা বাজার গ্রামে।

আহতরা হলেন—দিনমজুর শাহজাহান রাড়ী (৩৬), আবদুর রহিম, রহিমা বেগম, লাকি বেগম ও সাথি আক্তার। তাদের মধ্যে শাহজাহান রাড়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মদিনা বাজার এলাকার ফারুক মাঝির পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সালিশে গিয়েও সমাধান হয়নি।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাতে ফারুক মাঝি তার সশস্ত্র সহযোগীদের নিয়ে বিরোধপূর্ণ জমি থেকে সুপারি পারতে গেলে শাহজাহান রাড়ী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক মাঝির নেতৃত্বে তাদের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান রাড়ীসহ তার পরিবারের নারী ও শিশুকে কুপিয়ে জখম করে। এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শাহজাহান রাড়ী বাদী হয়ে ফারুক মাঝিসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযুক্ত ফারুক মাঝি (৩৫) বলেন,

“প্রায় ৩০ বছর আগে ১৯ শতাংশ জমি আমরা কিনেছিলাম আবদুল আজিজ রাড়ীর কাছ থেকে। সালিশে ১৬ শতাংশ জমি বুঝে পেলেও তিন শতাংশ নিয়ে এখনো বিরোধ রয়েছে। ঘটনার দিন ওই জমি থেকে সুপারি পারতে গেলে শাহজাহান বাঁধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং ৭-৮ জন আহত হয়।”

 

  1. রায়পুর থানার ওসি (তদন্ত) আবদুল মান্নান বলেন, “রক্তাক্ত অবস্থায় শাহজাহান রাড়ী ও তার পরিবার থানায় এলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,