সারাদেশ

রায়পুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন অভিযোগ, হুমকিতে ফসলি জমি 

 

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। এতে একদিকে যেমন সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, ফসলি জমি, গাছপালা ও স্থানীয় বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রকাশ্যে এই অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। স্থানীয়দের অভিযোগ—এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে কেউ এগিয়ে আসছে না।

সম্প্রতি রায়পুর উপজেলার ১নং চর আববিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেইন সড়কের পাশেই চরপক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পুকুর থেকে প্রায় ছয় মাস ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে আমির হোসেন। এর বিকট শব্দ ও ভূমিধসের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের মানুষ। স্থানীয়দের আশঙ্কা, ভাগ-বাটোয়ারা নিয়ে এ অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে যেকোনো সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এছাড়া, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের পানির ঘাট থেকে রাহুল ঘাট পর্যন্ত অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের পর পুনরায় ৭-৮টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে, আনোয়ার হাওলাদার, মফিজ সরকার, হুমায়ূন কবির , সাইফুল ইসলাম, পারভেজ হাওলাদার,ফারুক,পলাশ হাওলাদার,রাছেল খলিফা, শেখ নাঈম ইসলাম বাবু, গফুর মোল্লা, জসিম গাজী, সুমন বেপারি।

২নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিজান,রাছেল, বিল্লাহ কবিরাজ , নাজিম , সোহেল সর্দার।

এ বিষয়ে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, অবৈধ ড্রেজার স্থাপনের বিষয়টি আমরা অবগত হয়েছি। অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশবিষয়ক আইনি সংস্থা এক সূত্র জানায়, ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। আইন অনুযায়ী, সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহাল থেকেই কেবল বালু উত্তোলন করা যায়। গ্রামের পুকুর, ডোবা-নালা বা বদ্ধ খাল থেকে বালু উত্তোলনের ফলে আশপাশে তৈরি হওয়া শূন্যস্থান ভূমিধসের ঝুঁকি বাড়ায়। এতে স্থানীয় সড়ক, ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে।

অবৈধ ড্রেজার মেশিন মালিক আমির হোসেন নিজেই স্বীকার করে বলেন।

আমরা জানি, ড্রেজার মেশিন অবৈধ। তারপরও জীবিকার তাগিদে এ কাজ চালাচ্ছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,