রায়পুরে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডের অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জি. এম. মহসীন রেজা। তিনি এর আগে তিনবার উপজেলা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এবং জেলা পূর্ণবাসন কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। সদস্য সচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন পাটওয়ারী। এছাড়া আরও পাঁচজন মুক্তিযোদ্ধা সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা জি. এম. মহসীন রেজা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাজীবাড়িতে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি টগবগে যুবক বয়সে বুক ভরা সাহস নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করেন। বর্তমানে তিনি অবসরে থাকলেও মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দায়িত্ব পালন করবো। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে ধরে রেখে নতুন প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করাই আমাদের লক্ষ্য।”
স্থানীয় মুক্তিযোদ্ধারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।