শিক্ষাঙ্গন

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি বৈছাআ’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ইবি প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সময় সংগঠনটির মুখ্য সংগঠক গোলাম রাব্বানী, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ-সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন সকাল সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, বিভিন্ন বিভাগ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রাব্বানী বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির বিবেক। স্বাধীনতার ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। তাঁদের আত্মত্যাগ আমাদের ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের অনুপ্রেরণা জোগায়।”

সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই আমাদের এগোতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়, বৈষম্য ও দমননীতির বিরুদ্ধে সোচ্চার থাকাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর