শিক্ষাঙ্গন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা – চবি উপাচার্য

নয়ন চৌধুরী :
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা। শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে তারা শৃংখলাবোধ আয়ত্ব করতে পারে। উস্ প্রাইমারী এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন। তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ০৯:৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উস্ প্রাইমারী এন্ড হাই স্কুল পরিচালনা পর্যদের সভাপতি ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি।

উপাচার্য তার বক্তব্যে উস্ প্রাইমারী এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, উস্ প্রাইমারী এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শিক্ষাসহায়ক কার্যক্রমে নিয়মিত চর্চা অব্যাহত রাখতে হবে। একইসাথে লেখাপড়ায় অধিকতর মনোযোগী হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন লালনে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। শিক্ষা ক্ষেত্রে নিয়মানুবর্তিতা, আত্মশক্তি অর্জন, চরিত্র গঠন, আত্মবিশ্বাস জাগ্রত করা ও শৃংখলাবোধ শিক্ষার্থীদের করে তোলে দায়িত্বশীল। আর শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে এ গুণগুলো অর্জন করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির এ যুগে বিদ্যা শিক্ষার জন্য প্রয়োজন সুন্দর শরীর ও সুস্থ মন। একমাত্র খেলাধুলাই শিক্ষার্থীদের দেহ ও মনকে সুস্থ রাখতে পারে। ক্রীড়ার নির্মল আনন্দ পেতে হলে শিক্ষার্থীদের নিয়ম-নিষ্ঠা, শ্রম-সাধনা ও নিয়মিত অনুশীলন করতে হবে। শিক্ষার্থীদের সুকোমল মনকে প্রফুল্ল রাখতে এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কোন বিকল্প নেই।

উস্ প্রাইমারী এন্ড হাই স্কুল পরিচালনা পর্যদের সভাপতি ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে চবি উস্ প্রাইমারী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সাথে সাথে উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্যদ্বয় ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় পতাকা, উস্ প্রাইমারী এন্ড হাই স্কুল পরিচালনা পর্যদের সভাপতি স্কুল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন স্কুলের 8ম শ্রেণির শিক্ষার্থী কৃতী ক্রীড়াবিদ মো. রিপন। উপাচার্য ক্রীড়াবিদদের শপথবাক্য পাঠ করান। ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়াবিদদের কুচকাওয়াচ পরিচালনা করেন স্কুলের শিক্ষক খাদিজা বেগম। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক দিলরুবা আখতার। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন স্কুলের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাহাত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর