সারাদেশ

শ্যামনগরে সিপিপি ইউনিট লিডারদের দুর্যোগ বিষয়ে ওয়ার্কশপ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার ঘূর্নিঝড় প্রস্ততি কর্মসূচির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপী সিপিপি ইউনিট লিডারদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে দুর্যোগ পূর্ববর্তী,পরবর্তী ও দুর্যোগকালিন সময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুন্সী নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল আল রিফাত, সিপিপি শ্যামনগর উপজেলা টিম লিডার মাকছুদুর রহমান মুকুল।

উপজেলার ঈশ^রীপুর, ভূরুলিয়া, শ্যামনগর, নুরনগর ও রমজাননগর ইউপির ৪৫ জন ইউনিট লিডার এ ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং