সারাদেশ

শ্রমজীবী মানুষের কল্যাণে দেশে প্রবাসে নিরলস কাজ করে যাচ্ছেন শ্রমিকদল নেতা -ওসমান

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
দেশে এবং প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদী বিএনপি ঘরানার শ্রমজীবী মানুষদের বিপদে আপদে পাশে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন শ্রমিকদল নেতা মো: ওসমান।
৬ জানুয়ারি সোমবার বিকেলে তার সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শ্রমিকদল নেতা ওসমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলাউদ্দিন পাড়ার মৃত মৌলবী ইসহাকের পুত্র।
তিনি বলেন- আমার পরিবার বিএনপি পরিবার, বুদ্ধি বয়স থেকে জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সাথে সংপৃক্ত আছি, মনে প্রাণে বিএনপিকে ভালোবেসে বিএনপির রাজনীতি করে যাচ্ছি।
তিনি আরও বলেন ১৯৯০ সালে কর্মের খুজে কাতারে পাড়ি জমাই, সেখানে গিয়ে বিএনপির রাজনীতি ধারাবাহিকভাবে করে যাচ্ছি, জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। যার ফলশ্রুতিতে ১৯৯০ সালে কাতার প্রবাসী যুবদলের সদস্য নির্বাচিত হই।
সম্প্রতি দেশে ফিরে উপজেলার জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সমাবেশে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন – দেশে ফেরার পর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রায় প্রতিটি দলীয় প্রোগ্রামে দলের জন্য কাজ করে যাচ্ছি।
পাড়া মহল্লায় জাতীয়তাবাদী বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়নের জন্য জনমত গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন বার্তা পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের ধারে ধারে।
 আগামীতে  যদি দল আমার উপর আস্থা রেখে আমাকে সদর ইউনিয়নের দায়িত্ব প্রদান করিলে দলের অবহেলিত তৃনমুল কর্মীর জন্য নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং