সবার আগে বাংলাদেশ” গণসংযোগে – ব্যারিস্টার কায়সার কামাল
স্টাফ রিপোর্টার (নেত্রকোনা)
“সবার আগে বাংলাদেশ”—এই দেশপ্রেমিক শ্লোগানকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) কলমাকান্দা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক কর্মসূচিতে অংশ নেন।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচির প্রথম পর্বে তিনি নলছাপড়া স্কুল মাঠে আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আদিবাসী নারী-পুরুষের জীবনমান, মৌলিক অধিকার ও দীর্ঘদিনের বঞ্চনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরবর্তীতে তিনি লেঙ্গুড়া, গোবিন্দপুর, বাউসামসহ কলমাকান্দার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন। এসব কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন এবং বিএনপির রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন,
“আমাদের রাজনীতির মূলমন্ত্র—সবার আগে বাংলাদেশ। ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর স্বার্থ নয়; দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু।”
তিনি আরও বলেন, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। তাদের শিক্ষা, স্বাস্থ্য, ভূমির অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা বিএনপির রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার। জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল চলমান রাষ্ট্রীয় সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,
“আপনারা যদি ভোটের অধিকার ফেরত চান, যদি একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চান—তাহলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিন। ধানের শীষ মানেই জনগণের সরকার, ধানের শীষ মানেই—সবার আগে বাংলাদেশ।”
গণসংযোগ ও উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিকে ঘিরে কলমাকান্দা জুড়ে ব্যাপক জনসাড়া ও রাজনৈতিক উদ্দীপনা লক্ষ্য করা যায়।



