হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত।
এম,এ রহিম- হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির উদ্যোগে অত্র স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকদের সাথে এক সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব শেখ সাদি স্যার। তাঁর শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও এসোসিয়েশনের সহ-সভাপতি আরিফ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দের পরামর্শ গ্রহণ করা হয় এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ভবিষ্যতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করা, প্রতিষ্ঠান উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে।
সভায় বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে উক্ত কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

