সারাদেশ

হাজীগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় শিশুর হাত বিচ্ছিন্ন

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ, চাঁদপুর) চাঁদপুরের হাজীগঞ্জে অজ্ঞাত একটি গাড়ির চাপায় রিহান খান (১০) নামের এক শিশুর বাম হাত বিচ্ছিন্ন হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কৈয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিহান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামের হোসেন খাঁনের ছেলে।

দাদি মমিনা খাতুনকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত স্কুটারে করে হাজীগঞ্জে আসছিল রিহান। পথিমধ্যে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি স্কুটারটিকে ধাক্কা দিলে শিশুটির বাম হাত বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। ঘটনার পর দাদি দ্রুত তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন হাত উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ তানভীর জানান, রিহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থপেডিক হাসপাতালে রেফার করা হয়েছে, যাতে বিচ্ছিন্ন হাতটি পুনঃসংযোজনের সুযোগ তৈরি হয়। তিনি বলেন, শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,