হাতীবান্ধা ফকিরপাড়া ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি গ্রে’ফ’তা’র।
 
																																		লুৎফর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় হত্যা মামলায় মাহাবুব কামাল খান সুজন নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভিতর থেকে সুজনকে আটক পুলিশ।
আটককৃত মাহাবুব কামাল খান সুজন উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলম খা’র ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। সেই হামলায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মামুনুর রশিদ মামুন নামে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য গত ১৩ নভেম্বর রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামী করা হয়। ওই মামলার ৮৬ নং আসামী হলেন মাহাবুব কামাল খান সুজন। আর সেই মামলায় বুধবার তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী বলেন, হত্যা মামলায় সুজন নামে একজনকে আটক করেছে পুলিশ। সুজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
                                     
         
                        
 
                        
