হামিদের বিপদে পাশে রাজপথের লড়াকু সৈনিকরা
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জের তৃণমূল রাজনীতির মাঠের লড়াকু সৈনিক, রাজপথের সাহসী কণ্ঠস্বর হামিদুল ইসলাম হামিদ-এর আদরের কন্যার অসুস্থতায় শয্যাপাশে পরম মমতা ও ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং বিপর্যস্ত পিতাকে সান্ত্বনা দিতে এক হয়েছিলেন রাজপথের সহযোদ্ধারা।
হাসপাতালে উপস্থিত হয়ে শিশুটির শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসার খোঁজ নেন ত্যাগের মহিমায় উজ্জ্বল, গণমানুষের প্রিয় মুখ ও পৌর বিএনপি’র বলিষ্ঠ নেতৃত্ব বাবুল আক্তার এবং রাজপথের অকুতোভয় ও নিবেদিতপ্রাণ নেতা সোহরাব হোসেন রাজু। ঝিনাইদহ ৪ আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী রাশেদ খান। ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।আর ও উপস্থিত ছিলেন দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ পরিবারের সদস্যবৃন্দ, যা এক অনন্য আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “হামিদুল ইসলাম হামিদ আমাদের রাজনৈতিক আন্দোলনের এক পরীক্ষিত সহযোদ্ধা। আজ তাঁর পরিবারের এই কঠিন সময়ে আমরা পাশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা মহান রবের দরবারে নিষ্পাপ শিশুটির দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করি।”
হামিদুল ইসলাম হামিদ এই সংকটময় মুহূর্তে তাঁর রাজনৈতিক অভিভাবকদের পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট তাঁর কন্যার জন্য দোয়া প্রার্থনা করেছেন।




