সারাদেশ

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে অংশীজনদের উদ্বুদ্ধ করন সেমিনার

নয়ন চৌধুরী : হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের উদ্বুদ্ধ করন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্প(২য় পর্যায়ে) মৎস্য অধিদপ্তরের অর্থায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্য্যলয় এই সেমিনারের আয়োজন করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

এতে বিশেষ অতিথি হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্প (২য় পর্যায়)চট্টগ্রাম জেলা এর প্রকল্প হ্যাচারী কর্মকর্তা নাজমুল হুদা রনি, জেলা মৎস্য কর্মকর্তা কার্য্যালয়ের সহকারী: পরিচালক মো: নাসিম, উপজেলা সহকারী:কমিশনার (ভূমি)লূৎফন নাহার শারমীন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: সুজন কাননুনগো, উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম মডেল থানা উপ পরিদর্শক অরুন কুমার চাকমা।
সেমিনারে গনমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল জাহেদ মঞ্জু, মো বোরহান উদ্দীন, শিক্ষক মোঃ লিয়াকত আলী ,ডিম সংগ্রহকারীদের পক্ষে মোঃ কামাল উদ্দীন সওদাগর, মোহাম্মদ ইলিয়াস, আশু বড়ুয়া, মো:শফিউল আলম, মোহাম্মদ হোসেন, কামাল উদ্দীন,প্যানেল চেয়ারম্যান কাজী আবু তালেব, মোহাম্মদ শহীদুল আলম , ও মোহাম্মদ ইকবাল প্রমূখ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং