সারাদেশ

অটোরিকশা ফিরে পেয়ে ইউএনওকে কৃতজ্ঞতা জানাতে আসলেন চালক!

মাজহারুল ইসলাম বাদল নবীনগর উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা ১ টি অটোরিকশা (ইজিবাইক) চালকের অবর্তমানে হারিয়ে  গিয়েছিল। অটোরিকশাটির মালিক উপজেলার
বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের গিয়াস উদ্দিন দিশেহারা হয়ে যান তার একমাত্র সহায় সম্বল হারিয়ে। পরে কান্নারত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
রাজিব চৌধুরীকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন অটোরিকশাটি ফিরে পেতো। উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অটোরিকশাটি
চুরি করা ব্যক্তিকে সনাক্ত করে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ইউএনও এবং সংশ্লিষ্ট প্রশাসনের ( নবীনগর থানা ও অন্যান্য) দীর্ঘ ১ মাসের প্রচেষ্টায় অটোরিকশাটি ফিরে
পেয়ে উৎফুল্ল গিয়াসউদ্দিন।
অটোরিকশাটি পেয়ে উচ্ছ্বসিত গিয়াস উদ্দিন ইউএনওকে কৃতজ্ঞতা জানাতে আসেন। পরে ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের উপজেলা নির্বাহী কর্মকর্তার
ভেরিফাইড পেজে বিষয়টি জানিয়ে পোস্ট করেন। এছাড়া ইউএনও নিজে নবীনগর থানার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং