অধিকার ফেরাতে পরিবর্তন দরকার, কোম্পানীগঞ্জে পথসভায় বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম।
আবদুর রহিম: নোয়াখালী-৫ আসনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে পরিবর্তনের রাজনীতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, “বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করেছে। আমরা প্রতিশোধ নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই।”
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম অভিযোগ করেন, গত এক যুগে উন্নয়নের নামে লুটপাট হয়েছে এবং সারা দেশে ‘সন্ত্রাসের পরিবেশ’ তৈরি করা হয়েছে। তার দাবি, জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে।
মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন—
বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল এবং সদস্যসচিব জাহিদুর রহমান রাজন।
পথসভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান এবং নোয়াখালী-৫ আসনে “গণঅধিকার পুনরুদ্ধারের লড়াই” অব্যাহত রাখার ঘোষণা দেন।


