“অন্ধকার নামতেই সক্রিয় মাটি কাটা চক্র হুমকিতে সদপুরের ফসলি জমি”
শিমুল তালুকদার, সদরপুর থেকে
অন্ধকার নামতেই সক্রিয় হয়ে উঠেন ফসলি জমি থেকে মাটি কাটা চক্র।
হটাৎ করেই হিড়িক পরেছে রাতের অন্ধকারে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে ফসলি জমি থেকে মাটি নিয়ে ব্যবসা করছেন একটি চক্র। চক্রটি জমির মালিকদের টপ সয়েলের কথা সহ বিভিন্ন ভুল ভাল বুঝিয়ে নাম মাত্র টাকা দিয়ে তারপর ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে ব্যবসা করে রাতারাতি টাকার মালিক হয়ে যাচ্ছেন। আর সেই সাথে যে কোন মুহুর্তে ধ্বসে পরার হুমকিতে থেকে যাচ্ছে পার্শ্ববর্তী ফসলি জমিগুলো।
বর্তমান দেশের প্রচলিত আইন অনুযায়ি
বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী অপরাধিদের ২ বছরের সাজা, একলক্ষ টাকা জরিমানা সহ উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রায়ই ভেকু ব্যবসায়ীদের জরিমান করে ভেকু জব্দ করছেন তারপর ও থামছেনা মাটি কাটা।
রাতের অন্ধকারে মাটি লুট চক্রটি প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটা অব্যাহত রয়েছে।
প্রতিদিন সন্ধ্যা নামলেই উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্থা সহ বিভিন্ন সংযোগ সড়কে দাপিয়ে বেরায় মাটি বোঝাই ট্রাকগুলো। আটরশি মোড়, সদরপুর চন্দ্রপাড়া মোড়, কৃষ্ণপুর মোড়, চরভদ্রাসন মোড়, কলেজ মোড় এলাকায় দারালেই চোঁখে পরবে এমন বাস্তব চিত্র।
দেখলে মনে হয় মাটি কাটার মহোৎসব চলছে। দিনের বেলায় ঝোপ ঝারের মধ্যে লুকিয়ে রাখা হয় ভেকু, সন্ধ্যা নামতেই শুরু হয় মাটি লুটের মহোৎসব। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরী বলে মনে করছেন এলাকাবাসী। উল্লেখিত মোড় গুলোতে প্রশাসনের নজরদারিতে থাকলে হয়তো বন্ধ হতে পারে ফসলি জমির মাটি কাটা এমনটাই মনে করছেন এলাকাবাসী। আগামীতে কোথায়, কোথায় কারা এই মাটি কাটার সাথে জরিত তাদের নাম ঠিকানা প্রকাশ করা হবে।





