অসহায় শিশু মুত্তালেব আবারও একটি ছাগী উপহার পেল

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় সেই অসহায় শিশু মোত্তালেবের ভ্যান চুরি হবার পর, গত ২১শে ফেব্রুয়ারি প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি অধ্যাপক ইয়াকুব আলীর প্রচেষ্টায় চৌগাছা বাঁশি সহ প্রবাসী ভাইদের সহযোগিতায় তার পরিবারের হাতে একটি নতুন ভ্যান তুলে দেয়া হয়।
আবারও আজ বিকালে চৌগাছার স্থানীয় কাঁচা বাজার সংলগ্নে, একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই অসহায় শিশু মুত্তালেবের পরিবারের হাতে একটি ছাগী উপহার তুলেদেন সহকারি অধ্যাপক ইয়াকুব আলী সহ তার সহযোগীরা।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম,আয়নাল হক মাস্টার মহিউদ্দিন, তরিকুল ইসলাম, শরিফুলইসলাম,সাংবাদিক ফারুক আহমেদ, মেহেদী হাসান শিপলু, কবি শাহিন মাহাবুর সহ আরো অনেকে।
তার পরিবারের সচ্ছলতার ফিরিয়ে আনতে ও মুত্তালেব শিক্ষার জন্য মৃধাপাড়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক ইয়াকুব আলী ঝিকরগাছা উপজেলায় মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি করার উদ্যোগ নেন। তিনি চৌগাছা-ঝিকরগাছা বাসি সহ সকল শ্রেণীর মানুষকে শিশু মুত্তালেবের লেখাপড়া সহ তার পরিবারকে স্বাবলম্বী করতে পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।