“আমি কার কাছে গিয়ে ভোট চাইবো?— রায়পুর উপজেলা বিএনপির সম্মেলনে ক্ষোভ প্রকাশ এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদারের”

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপি’র আসন্ন সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। তিনি আসন্ন কাউন্সিলে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
শুক্রবার সকাল (১১ টা) রায়পুর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন– ৬নং কেরোয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ভূঁইয়া কামাল রায়হান, ১০নং ইউনিয়ন বিএনপি’র নেতা সিরাজুল ইসলাম, বাসেদ হাওলাদার, সাবেক ছাত্রনেতা মোঃ জুয়েল সিরাজীসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার বলেন,
“আমি গত ৩০ বছর রায়পুর উপজেলা বিএনপি’র দায়িত্ব পালন করেছি। ২২ বছর ক্ষমতার বাইরে থেকেও দলের হাল ধরে রেখেছি। আমার দায়িত্বকালে কখনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘাটদখল বা চরদখলের সাথে সম্পৃক্ত ছিলাম না। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকেছি, মামলা পরিচালনা করেছি, কারাবন্দি নেতাকর্মীদের মুক্ত করেছি। অথচ আমাকে অন্যায়ভাবে কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন,
“গত ৭ ডিসেম্বর আহ্বায়ক কমিটি গঠন করা হলেও আমাকে শুধুমাত্র সদস্য করা হয়েছে। অথচ অন্য উপজেলাগুলোতে সভাপতিদের আহ্বায়ক করা হয়েছে। এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোও ব্যালটের মাধ্যমে না করে পকেট কমিটি বানানো হয়েছে। এতে তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমি উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর কাছে ইউনিয়ন কমিটির তালিকা চেয়েছি। কিন্তু আমাকে কোন তালিকা দেওয়া হচ্ছে না। এখন আমি কি করে কার কাছে গিয়ে ভোট চাইবো? এতে পরিষ্কার বোঝা যায়, আমাকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করার চেষ্টা চলছে।”
এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার বলেন,
“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের নির্দেশ দিয়েছেন। আমি সেই প্রক্রিয়াকে বাস্তবায়ন করতে চাই। তাই আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি জনগণ ও নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হয়ে রায়পুর উপজেলা বিএনপি’কে আরও শক্তিশালী করতে চাই।”
আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রায়পুর উপজেলা বিএনপি’র কাউন্সিলে সভাপতি পদে চেয়ার প্রতীকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।