সারাদেশ

আল্লামা তৈয়্যব শাহ (রহঃ) স্মৃতি বৃত্তি পরিক্ষার পুরস্কার বিতরণ ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী’র ঐতিহ্যবাহী সংগঠন আল্লামা তৈয়্যব শাহ্ (রহঃ) স্মৃতি সংসদ ও পাঠাগার এর ব্যবস্থাপনায় আল্লামা তৈয়্যব শাহ (রহঃ) স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতর অনুষ্ঠান ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, শনিবার (১৪ই জুন) বিকালে গুমান মর্দন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। আল্লামা তৈয়্যব শাহ্ (রহঃ) স্মৃতি সংসদদের সাধারণ সম্পাদক মনির উদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল্লামা তৈয়্যব শাহ্ (রহঃ) স্মৃতি সংসদ সভাপতি মো. জোনায়েদ আরাফাত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুমান মর্দন পেশকারহাট ইসলামীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী ও স্পেন প্রবাসি মুহাম্মদ তোবারেক তালুকদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক হাসপাতাল ও নাগরিক হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান মুহাম্মদ মামুনুল ইসলাম তালুকদার, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণ আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মুহাম্মদ মুহিউদ্দিন চৌধুরী, এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আইয়ুব, মোহাম্মদ কামরুজ্জামান, হাফেজ আবদুল মান্নান, বাবলু খান, মুহাম্মদ শফিউল আলম, সুলতান মাহমুদ সুমন ডা: মোরশেদ ফরহাদ, ডা: বোরহান উদ্দীন, সাইফুল আলম প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রায় ৫৭ জন কৃতি শিক্ষার্থীর ও গুণীজনদের মাঝে সংবর্ধনা পুরস্কার বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,