আল্লাহর আইন ও সৎ লোকের শাসন মানুষের মুক্তির পথ-মুফতি আব্দুল হান্নান,জামায়াত ইসলামি ফেনী জেলা আমির।

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন মানুষের মুক্তির পথ-মুফতি আব্দুল হান্নান,জামায়াত ইসলামি ফেনী জেলা আমির।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
আল্লাহর আইন ও সৎ লোকের শাসন এদেশের মানুষের মুক্তির পথ মুফতি আব্দুল হান্নান আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফেনী জেলা।আজ ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পথ সভায় তিনি এসব মন্তব্য করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার,আমীর মুহতারাম মুফতি আব্দুল হান্নান সাহেবের ফেনী পৌরসভা ৩ নং ওয়ার্ডে আজকের সফর সুসম্পন্ন হয়েছে।উক্ত গণসংযোগে ফেনী জেলা আমীর বক্তব্য প্রদান করেন।এই সময় আরও উপস্থিত ছিলেন ফেনী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান।ওয়ার্ড আমীর,ওয়ার্ড বাইতুল মাল সম্পাদক মাইন উদ্দিন।বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আবু জাফর মোঃওবায়দুল্লাহ।সার্বিক ব্যবস্থাপ নায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মুফতি একরামুল হক।সকল ইউনিটের সভাপতি,সেক্রেটারি ও বিপুলসংখ্যক কর্মী,সহযোগী সুধী,শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে মুহতারাম ফেনী জেলা আমীর ৩ নং ওয়ার্ডের সহদেবপুর অঞ্চল,তেমুহুনী হয়ে কদলগাজী এই পুরো অংশে গণসংযোগে অংশ নেন।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২