আস্থা যুব ফোরামের আয়োজনে বাউফলে পটগান ও নাটকের মাধ্যমে সম্প্রীতির বার্তা

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটকের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ এবং সংবেদনশীল সমাজ গঠনের লক্ষ্য নিয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় পাবলিক মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আস্থা যুব ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন। সভাপতিত্ব করেন বাউফল যুব ফোরামের সাবেক আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুনতাসির তাসরিপ। সঞ্চালনা করেন আস্থা যুব ফোরামের আহ্বায়ক আয়েশাতুন্নেসা বর্ষা।
এতে আরও উপস্থিত ছিলেন রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মস্তফা, উপদেষ্টা ও যমুনা টিভির রিপোর্টার রইসুল ইসলাম ইমন, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ সবুজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংস্কৃতি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে লোকগান ও নাটকের মতো শিল্প মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মত প্রকাশ করেন।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভাষার প্রতি শ্রদ্ধা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।