সারাদেশ

আ.লীগ নেতা হারুন সাহেবকে মুক্তিযোদ্ধা হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন -সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান

প্রতিনিধি
জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলায় তিনদিন ব্যাপী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ,রোববার (২৫ মে) সকালে উপজেলা চত্বরে সহকারী কমিশনার ভূমি তাসনীম জাহানের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদার প্রমুখ।

তবে মেলা উদ্বোধনের পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকে নিয়ে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করার বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

জানা যায় ওই, আওয়ামী লীগ নেতার নাম সৈয়দ হারুন অর রশিদ। সে মেলান্দহ উপজেলা আ. লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।  

এ বিষয়ে মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান জানান , আমি আসছি জুলাই মাসের আগে আগে। তখন থেকে তাকে বিভিন্ন প্রোগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে দেখেছি। ১৬ই ডিসেম্বর, ২৬ শে মার্চ ওখানেও কিন্তু ওনি ছিলেন। আমাদের বলা আছে মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের অংশগ্রহণ করানোর জন্য ওই হিসাবে উনাকে দাওয়াত করা হয়েছে। আমরা মুক্তিযোদ্ধা হিসেবে আমন্ত্রণ জানিয়েছি।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি আওয়ামী লীগের নেতা কিনা সেটা অবগত ছিলাম না, আমি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে চিনি।তবে তার ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া কেউ করেনি  লিখিত অভিযোগ আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।।

এ ব্যাপারে মুঠোফোনে আলীগ নেতা হারুন অর রশিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,