সারাদেশ

ইটভাটা দখলের প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিএনপি নেতা কর্তৃক ইটভাটা দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আমাইড় ইউনিয়নের কুন্দন বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ইটভাটা মালিক ও স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন— ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম চেয়ারম্যান শহিদুল ইসলাম নামের একটি ইটভাটা জোরপূর্বক দখল করে নিয়েছেন। সাত বছর আগে ওই ইটভাটার ২৫ শতাংশ শেয়ার রফিকুল ইসলাম বিক্রি করেন। কিন্তু ৫ আগষ্টের পর হঠাৎ করেই তিনি পুরো ভাটা দখল করে নেন। সকল কাগজপত্র থাকা সত্ত্বেও দলীয় প্রভাব খাটিয়ে রফিকুল ইসলাম ভাটাটি নিজের দখলে রেখেছেন। বিষয়টি নিয়ে থানায় ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি তাদের। মানববন্ধনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মালিকপক্ষ ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,