ইতিহাস ঐতিহ্যের নিদর্শন সত্য সাহার জমিদার বাড়ি

নয়ন চৌধুরী:
সত্য সাহার জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নন্দীরহাট গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে জন্ম নেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা। বিগত ১৮৯০ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পাঁচ একর জায়গার উপর নির্মিত হয় এই জমিদার বাড়িটি। বাড়িটি নির্মাণ করেন জমিদার লক্ষ্মীচরণ সাহা। তবে জমিদার চালুর পিছনে মূলত তিনজন রয়েছেন। তারা হলেন শ্রী লক্ষ্মীচরণ সাহা, মাদল সাহা ও নিশিকান্ত সাহা। এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন জমিদার লক্ষ্মীচরণ সাহার বড় ছেলে প্রসন্ন সাহা। এই জমিদার বাড়িতেই ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক একুশে এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত সত্য সাহা। এই জমিদার বাড়িতে সিনেমার স্যুটিং করা হয়েছিল।
বলা চলে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা কবরীর আগমন ঘটে সত্য সাহার হাত ধরে। পরিচালক সুভাষ দত্ত তখন তার ‘সুতরাং’ সিনেমার জন্য নায়িকা খুঁজছিলেন। সে সময়ে সিনেমার সঙ্গীত পরিচালক সত্য সাহা কবরীকে নিয়ে যান সুভাষ দত্তের কাছে।
দীর্ঘ সঙ্গীত জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মান পেয়েছেন সত্য সাহা। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সঙ্গীত উৎসবে সম্মাননা স্মারক দেওয়া হয় তাকে।
বাড়িটিতে নানা কারুকাজখচিত দুইটি বাস ভবন, একটি দ্বিতল বিশিষ্ট কাচারি ঘর, একটি মন্দির, তিনটি পুকুরসহ ফসলি জমি ও গাছগাছালির বাগান রয়েছে।
এই ঐতিহাসিক জমিদার বাড়িটি তত্ত্বাবধানের অভাবে এখন প্রায় ধ্বংসের মুখে।
চট্টগ্রাম-হাটহাজারী সংযোগ সড়ক থেকে নন্দীরহাট নেমে, রাস্তার পশ্চিমে ১ কিলোমিটার দূরে গেলেই চোখে পড়বে গম্বুজ বিশিষ্ট চমৎকার কারুকাজ খচিত সত্য সাহার জমিদার বাড়ি। জমিদার বাড়িটি দেখলেই বোঝা যায় অনেক ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির বাহন হয়ে আকাশের বুকে ঠাঁই হয়ে দাড়িয়ে আছে।
সত্য সাহার বাড়িটি ছাড়াও আছে পূজার মন্ডপ, শান বাঁধানো পুকুর ঘাট। পুকুর পাড়ে আছে উনাদের পারিবারিক শ্মশান। জানা যায় তৎকালীন ১৯৭৫ সালের মাঝামাঝিতে সত্য সাহা উনার প্রযোজনায় বাংলা ছবি ” অশিক্ষিত” নির্মাণ করেন। ছবিটির শ্যুটিং হয় এই জমিদার বাড়িতে এবং টানা ১৮ দিন এর শ্যুটিং কাজ চলে। ইতিহাস, ঐতিহ্য ও নিদর্শন বাহী এই জমিদার বাড়িটি অযত্নে, অবহেলায়, প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের অভাবে বর্তমানে ধ্বংসের মুখে।
সত্য সাহার জমিদার বাড়ি যেভাবে যাবেন:
চট্টগ্রামের নিউমার্কেট, দামপাড়া বা জিইসি মোড় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গামী ৩ নাম্বার বাস কিংবা হাটহাজারী গামী দ্রুতযান সার্ভিস বাসে করে নন্দীরহাট বাজারে নামতে হবে। নন্দীরহাট বাজার হতে পশ্চিম দিকে পিচ ঢালা সড়ক ধরে ১০ মিনিট পথ। হেঁটে বা সিএনজিতে গেলেই রাস্তা ডানপাশে চোখে পড়বে দুই গম্বুজ বিশিষ্ট চমৎকার কারুকাজ করা দৃষ্টিনন্দন দোতলা জমিদার বাড়িটি। যা সত্য সাহার বাড়ি নামে সকলের কাছে পরিচিত।