শিক্ষাঙ্গন

ইবিতে ‘জুলাই বিপ্লব ছাত্রজনতার প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বিতর্ক

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই-আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থান-২০২৪ : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৬ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নং রুমে পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির (প্যাড’স) উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। এসময় বিতার্কিক-সহ প্রায় ২০ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, স্পিকার বিভাগ ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিচারক হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ উদ্দীন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, অধ্যাপক মো. সেলিম, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

জানা যায়, সংসদীয় পদ্ধতির এ বিতর্কে সরকার দলে ছিলেন শামিমা আক্তার (প্রধানমন্ত্রী), শারমিন স্বর্ণা (মন্ত্রী) ও শাকিল মীর (সংসদ সদস্য) এবং বিরোধী দলে ছিলেন মুনতাকিম রহমান (বিরোধী দলীয় নেতা), আব্দুল্লাহ আল নোমান (উপনেতা) ও আরিফা সেতু (সংসদ সদস্য)।

এসময় সরকার দল বিভিন্ন সংস্কার কমিশন এবং তাদের অগ্রগতি, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, অর্থনৈতিক পুনর্গঠন, দেওয়ানি কার্যবিধি সংশোধন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, কর্ম কমিশন সংস্কার, বিডা সম্মেলন, তত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বৈদেশিক বাণিজ্যে অগ্রগতি ইত্যাদি ব্যাপারগুলোকে তাদের বক্তব্যে তুলে ধরেন। অন্যদিকে বিরোধী দলবিচার ব্যবস্থার ধীরগতি, সংস্কার দীর্ঘমেয়াদী,অবকাঠামোগত, পরিবর্তনের অভাব, গণতন্ত্রের অনিশ্চয়তা ইত্যাদি ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরেন। বিচারকদের মুল্যায়নে সরকার দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর