শিক্ষাঙ্গন

ইবিতে যৌক্তিক ছুটি ঘোষণা করার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদ উপলক্ষে আবাসিক হল সমূহের অতিরিক্ত ছুটি কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণা করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টা থেকে প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করছে তারা।

কর্মসূচিতে শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অযৌক্তিকভাবে হল ছুটি ঘোষনা করেছে। এর প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হল বন্ধ হয় না। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই ঈদে দীর্ঘ একটা সময় ধরে আবাসিক হল সমূহ বন্ধ থাকে। প্রশাসন শিক্ষার্থী বান্ধব যৌক্তিক ছুটি ঘোষনা করার আশ্বাস দিলেও সেটা হয়নি। আমরা চাই দীর্ঘদিনের এই ছুটি কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণা করা হোক। যৌক্তিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

এসময় কর্মসূচিতে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের আবাসিক হল সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত অযৌক্তিক। অনেকে চাকরির প্রিপারেশন নিচ্ছে, অনেকের সেমিস্টার পরীক্ষা চলছে। এই দীর্ঘ ছুটির ফলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। ভিন্নধর্মাবলম্বীদের অনেকে চাইলেও হলে থাকতে পারছে না। বাধ্য হয়ে বাড়ি চলে যেতে হচ্ছে, কেউ আবার আশেপাশে মেসে একটা থাকার আশ্রয় খুঁজছে। যারা টিউশন করায় তাদের জন্য এই ছুটি সমস্যার সৃষ্টি করছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, প্রভোস্ট কাউন্সিলের সকলের সিদ্ধান্তে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি অনুযায়ী যদি আবারো আমাদের আলোচনার বসতে হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বলে তো আমরা হল খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিবো। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা যদি থাকতে চায়, আমাদের হল খোলা রাখতে সমস্যা নেই।

উল্লেখ্য, বিজ্ঞাপ্তি সূত্রে জানা যায় গত ২৫ মে বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সমন্বয়কদের সমন্বয়ে শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে, প্রতিটি হলে উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী অবস্থান করলে হল খোলা রাখা হবে। কিন্তু উল্লেখ্যযোগ্য পরিমাণ শিক্ষার্থী হলে অবস্থান না করায় আগামী ৩ জুন সকাল ১০ টা থেকে ১৫ জুন সকাল ১০ টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর