ইবি শিক্ষার্থীদের উদ্যোগে গাজায় খাদ্য সহায়তা
ইবি প্রতিনিধি:
ফিলিস্তিনের ক্ষুধার্ত মানুষের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’র মাধ্যমে “ফুড প্রজেক্ট সেপ্টেম্বর-২০২৫” নামে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’ এর প্রধান মো. রায়হান কবির এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই বিশেষ প্রকল্পের উদ্যোগ নেন। এর মাধ্যমে গাজার ২৫টি পরিবারকে আটা বিতরণ করা হয়েছে, যা থেকে প্রায় ১৫০ জন মানুষ উপকৃত হবে। প্রকল্পটির মোট ব্যয় ছিল ৫০০ ডলার যা শিক্ষার্থীরা বিভিন্ন সুধী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগ্রহ করেন। এর আগে প্রথম পর্যায়ে ‘ফুড প্রজেক্ট জুলাই -২০২৫’ প্রকল্পের মাধ্যমে গাজার মানুষদের শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যাতে মোট ব্যয় ছিল ৮০০ ডলার।
এই উদ্যোগ বাস্তবায়নে অংশ নেন বিভাগের শিক্ষার্থী মো. রায়হান কবির, ইয়াসিন আরাফাত, আলিনূর রহমান বাঁধন, জহিরুল ইসলাম, সজ্জাত হোসেন তামিম, জাহিদ হাসান, আশরাফুল ইসলাম, নাইম হাসান, মাসুদ রানা, সৌরভ হোসেন এবং ইশতিয়াক হোসেন।
‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’-এর প্রধান মো. রায়হান কবির বলেন, ‘ফিলিস্তিনে একজন স্বেচ্ছাসেবী ভাইয়ের মাধ্যমে আমার প্রথম যোগাযোগ হয়। তখনই আমি সহযোগিতার সুযোগ সম্পর্কে জানতে পারি। পরে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করি। এর মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে ৮০০ ডলার ফিলিস্তিনে পাঠাতে সক্ষম হই।’
তিনি আরও জানান, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বন্ধুদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিই বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার। এ লক্ষ্যে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়, যেখানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতকে প্রধান করা হয়।
উল্লেখ্য শিক্ষার্থীদের উদ্যোগে ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয় ২০২৫ সালের পহেলা জুনে। সংগঠনটি কে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি দাতা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের প্রাথমিক লক্ষ্য। এজন্য ইতোমধ্যে শিক্ষকদের সঙ্গে আলোচনা ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনকে প্রতিষ্ঠিত করে ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে দাঁড়ানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।





