ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ ডি ‘ ইউনিটের ভর্তি পরীক্ষা

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার (১১ মে) বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে ভর্তিচ্ছুরা কেন্দ্রে প্রবেশ শুরু করেন। এ দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করছে ২ হাজার ২৪ জন পরীক্ষার্থী।
ভর্তিচ্ছুদেরকে প্রধান ফটকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ২ টি একাডেমিক ভবনে ( রবীন্দ্র-নজরুল কলা ভবন, অনুষদ ভবন ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।”