সারাদেশ

উপাচার্য নিয়োগের দাবিতে রাবিপ্রবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

রাবিপ্রবি প্রতিনিধি : ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই উপাচার্য বিহীন অবস্থায় আছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( রাবিপ্রবি)। সরকার পতনের পর থেকে উপাচার্য বিহীন বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে।

রাবিপ্রবির বিশেষ পরিস্থিতিতে গত ৯ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের জরুরি অবস্থায় আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য রাবিপ্রবির ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমাকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিশেষ পরিস্থিতিতি প্রজ্ঞাপন জারির দুই মাস অতিবাহিত হওয়ার পরও উপাচার্যের আগমনের কোন লক্ষণ দেখা না যাওয়ায় আন্দোলনে নেমেছে রাবিপ্রবির শিক্ষার্থীরা।আজ (৬ জুন) সোমবার ক্লাস বর্জন করে তারা রাঙ্গামাটি শহরের বনরূপা নামক স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে।

গতকাল মাঝরাত থেকেই নানান সমস্যার কথা তুলে ধরে সমাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্য নিয়োগের দাবিতে এক দফা কর্মসূচির কথা জানান রাবিপ্রবিয়ানরা।

উপাচার্য নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি অবস্থায় আর্থিক,প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের দায়িত্বে থাকা ড. নিখিল চাকমা বলেন, “আমরা উপাচার্য চাই। একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য বিহীন হতে পারেনা। রাবিপ্রবির আইন অনুযায়ী একজন উপাচার্য যে সব কাজ করতে পারে আমি তা পারবো না।জরুরি অবস্থায় আমার দায়িত্ব সীমাবদ্ধ। যদি মন্ত্রণালয় চায় তাহলে ভিন্ন বিষয়।”

উপাচার্য বিহীন বিভিন্ন সমস্যা নিয়ে রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আখতারুজ্জামান অপু জানান,”বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে আজও উপাচার্য নেই। সরকার আমাদের নিয়ে কোনো চিন্তাই করছে না।তাই আমরা সবাই বনরূপায় একত্র হতে বাধ্য হয়েছি।আমরা শান্তিপূর্ণ সমাবেশ থেকে ডিসির মাধ্যমে উপদেষ্টাের জানাতে চাই।খুব অল্প সময়ের মধ্যেই আমাদের উপাচার্য দিতে হবে।তা না হলে আমরা কঠোর অবস্থানে যাবো। ”

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ২০২৪ ইংরেজি তারিখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্য পদত্যাগ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

গাজীপুরের কাশিমপুরে চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • নভেম্বর ১৩, ২০২৪
গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তর পাড়া এলাকায় চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে