উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মেসবাহুল হক মাসুম; উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।
বিকেলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের পশ্চিম পাশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত, সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার,যুগ্মআহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, কৃষক দলের সাবেক সভাপতি, আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন,পৌর বিএনপির সাবেক সদস্য, আশরাফুল ইসলাম মিন্টু, ঢাকা মহানগর কৃষক দলের সাবেক সভাপতি, আব্দুল মতিন সরকার, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সাবেক জিএস,রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান বাবু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা,যুগ্ম আহ্বায়ক আজমল হোসেনে, খাজা মঈন উদ্দিন, ছাত্র দলের সাবেক আহ্বায়ক, জিয়াউর রহমান জিয়া,স্বেচ্ছাসেবক দলের, আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ বিন মজিদ,সরকারি আকবর আলী কলেজ ছাত্র দলের সভাপতি, রিফাত হোসেন, সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিন থেকেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতিপ্রাপ্ত হয়। তারা এই দিবসের চেতনায় ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনব্যাপী আয়োজনে উল্লাপাড়ায় ছিল উৎসবমুখর পরিবেশ।



