উল্লাপাড়ায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মেসবাহুল হক মাসুম; উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের জনসাধারণ ও নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্ত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত ওমর ফারুকের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাহী কমিটির সদস্য কাওছার আহমেদ রনির সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা’র সঞ্চালনায় শুক্রবার সন্ধ্যায় রামকান্ত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের মাঝে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হেলাল সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, শফিউল মোমেন শফি, ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাজেদুল কোবাদ মহাব্বত, ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম আওলীয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ জালাল, মৎস্য জীবি দলের সদস্য সচিব লেবু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদলের সদস্য ফরিদ উদ্দিন সরকার, আলাল হোসেন জিন্নাহ, যুবদলের যুগ্ম আহ্বায়ক, আসাদুল ইসলাম, প্রমূখ।