ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: ঝিলংজা কৃষক সমাবেশে রবিউল হাসান পলাশ

নুরুল ইসলাম কক্সবাজার
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশ ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের চুরুতিয়া মাদ্রাসার মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কৃষকদের কথা চিন্তা করে খাল খনন ও রাবার ডেম বাধ নির্মাণ করেছিলেন বি এন পির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
তিনি ছিলেন গরিবের বন্ধু। সাধারণ মানুষের চিন্তা করে খাদ্যেকে দ্বিগুণ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে জিয়া কৃষক দলের প্রতিষ্ঠা করেছিলেন। জিয়া ছিলেন গরিবের জিয়া।
উক্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রিয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এড রবিউল হাসান পলাশ বলেন,অধিকার আদায়ের লক্ষে কৃষকদের নিয়ে কৃষক দলের সমাবেশ। তিনি বলেন তারেক রহমান প্রতিনিয়ত তার বক্তব্যে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কৃষকদের ন্যায্য মূল্য প্রদান , ন্যয্য ঋণ প্রদান , প্রনোদনা দেওয়ার কথা বলেছেন তা আমরা বাস্তবায়ন করব । জিয়াউর রহমান গ্রামে গিয়ে কৃষকদের সাথে মত বিনিময় করেন। তিনি সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে রাখাল রাজা হিসেবে মানুষের মনে স্থান নিয়েছেন। ভাসানী ও জিয়া কৃষকদের সাথে মিশে গিয়েছিলেন আমাদেরও তার আদর্শ বাস্তবায়ন করতে হবে। ছাত্র আন্দোলনের কারণে অমরাঐক্যবদ্ধ হয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের লক্ষ্য অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। একটি নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করছে আমাদের নেতা তারেক রহমান। আমাদের সকলকে সংঘটিত হয়ে কাজ করে সাংঘঠনিক কাঠামোর মাধ্যমে আমরা এগিয়ে যাব। ইস্পাত কঠিন ঐক্য হয়ে আমাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথি মাষ্টার মোস্তফা কামাল আহবায়ক জেলা মৎস্য জীবিদল, শরিফ উদ্দিন বাবুল সদস্য, এম জোনায়েদ, নূর নবী, আতাউল্লাহ, সচিব কৃষক দল কক্সবাজার, আব্দুল মাবুদ আহবায়ক সদর উপজেলা বিএনপি, সৈয়দ নূর সদস্য সচিব সদর উপজেলা বিএনপি, এড. সাইফুল্লাহ নূর, হাবিবুল্লাহ, জুলকারনাইন, লিয়াকত আলী, হারুন, মো. আব্দুল্লাহ,মাষ্টার মোস্তফা কামাল, মোহাম্মদুল হক পুতু, রশিদ,আহমেদ আহবায়ক ঝিলংঝা ইউনিয়ন যুবদলল মোতাহেরুল হক সহজেলা,উপজেলা,ঝিলংজা বিএনপি ও অংগসংঘটনের নেতৃবৃন্দ। সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন আমিন উল্লাহ মেম্বার।
এতে যৌথ সঞ্চালনা করেন হামিদুল হক হামিদ আহবায়ক সদর উপজেলা কৃষক দল ও মুফিজুর রহমান মুফিজ সদস্য সচিব সদর উপজেলা কৃষক দল