কবি ফেরদৌস সালাম’র আগমনে ময়মনসিংহে কবি আড্ডা

ময়মনসিংহ প্রতিনিধি : বরেণ্য কবি ফেরদৌস সালাম’র আগমনে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ হোটেল নবাবীতে কবিদের আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আড্ডার শুরুতে মাইলস্টোন স্ট্রাজেডিতে নিহত ও আহতদের স্মরণে শোকালোচনা করা হয়।পরবর্তীতে কবিগণ সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্য আলোচনা করেন। সবশেষে উপস্থিত কবি বৃন্দ স্বরচিত পাঠ করেন।কবি আড্ডায় উপস্থিত ছিলেন কবি শামসুল ফয়েজ, কবি সালিম হাসান, কবি গাউসুর রহমান, প্রত্যয়ের নির্বাহী সম্পাদক বিদ্যুৎ খোশনবিস, কবি শরৎ সেলিম,কবি আরাফাত রিলকে,কবি রফিকুল ইসলাম মানিক ও কবি জাওহের খান হেনরী। আসরে বরেণ্য কবি ফেরদৌস সালাম’র হাতে কবি গাউসুর রহমান তাঁর কাব্য গ্রন্থ ‘মায়াবিনী নক্ষত্রের পাখি’ তুলে দেন।