সারাদেশ

কমলগঞ্জ গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) দুপুরে
উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের অফিসে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ মিয়া। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক জহুর আলী, পতনউষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সেলিম আহমেদ, সমাজ সেবক সোলেমান আহমেদ, সাজিদুর রহমান সাচ্চু, আনোয়ার খান, মর্তুজ আলী, জুয়েল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৭০ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং