সারাদেশ

কর্ণফুলীতে  আ.লীগ কর্মী গ্রেফতার

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলীতে মো. সালাউদ্দিন (৩৮) নামে আওয়ামী লীগের কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইছানগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত সালাউদ্দিন ইছানগর আজিমপাড়া এলাকার মৃত হাজী হাসান আলী মাঝির ছেলে। তিনি কোতোয়ালী নাশকতা মামলার ৬১ নম্বর আসামি। যার মামলা নং-০২। এছাড়াও তিনি ২০১৩ সালে কর্ণফুলীর ইছানগরে সংঘটিত জাহাঙ্গীর আলম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ,বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোতোয়ালী থানার নাশকতার মামলায়  সালাউদ্দিনকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। পরে কোতোয়ালী থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,