কর্ণফুলীতে খামারিদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
কর্ণফুলী প্রতিনিধি
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে” জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে “প্রাণিসম্পদ প্রদর্শনী- মেলা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর ) সকালে
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র।
প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন স্টল পরিদর্শণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বক্তারা আলোচনা সভায় প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি জনসাধারণকে উন্নত জাতের হাঁস-মুরগী প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশলে অবহিত করা, উন্নত জাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অতিথিগণ সকল স্টল পরিদর্শণ করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদান শেষে সভাপতি মহোদয় প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, মৎস্য অফিসার আবদুল আলীম, যুব উন্নয়ন অফিসার সাবের আহমেদ, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আরাফাত হোসেন, উপজেলা ডেইরি ও পোল্ট্রি সোসিয়েশনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রশাসন।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় নিয়ে আসা হয়েছে উন্নত প্রজাতির গরু, ছাগল, ভেড়া, ময়না পাখি, টিয়া, নিপিয়ার খড়। কবুতরসহ বিভিন্ন ধরনের পশু-পাখি। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় কর্ণফুলী উপজেলার বিভিন্ন খামারিরা তাদের পোষা গরু , ছাগল, কোয়েল পাখি, কুকুর , কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে। এ মেলা চলছে দিনব্যাপী। মেলায় ৩০টি স্টল রয়েছে বিভিন্ন প্রজাতির পশু-পাখি। ৪০ জন খামারি অংশগ্রহণ করছেন মেলায়। মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য ডিম আর দুধ ফ্রিতে বিতরণ করা হয়।




