সারাদেশ

কর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

* *পরিবারের দাবী ঋণের বোঝায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সে পথ বেছে নিতে পারে*
**বিয়ের দুই মাসের মধ্যেই করুণ পরিণতি*
 কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ বরকত হোসেন (২৩) নামের এক যুবকের আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে চরপাথরঘাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড নুরুল ইসলাম মাঝির বাড়ীতে এ ঘটনা ঘটে।
সে চরপাথরঘাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  নুরুল ইসলাম মাঝির বাড়ীর হোসেন আহমেদ পুত্র। পেশায় একজন ব‍্যাটারী রিকশা চালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়,বরকত বিবাহ করেছে দুই মাস পূর্বে। বিবাহ ও ঘরের সংস্কার কাজ করতে উদ্দীপন নামক একটি এনজিও সংস্থা থেকে ৯০ হাজার টাকা ঋণ নেন, মাসিক কিস্তিতে প্রতিমাসে এ টাকা পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হতো। তার পরিবারের সদস্যদের দাবী মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সে পথ বেছে নিতে পারে।
এলাকাবাসী জানান,  বর্ষা মৌসুমে তার পৈত্রিক ভিটামাটিতে পানিতে ঢুবে থাকায় ভাড়াবাসাতে পরিবার নিয়ে বসবাস করতেন। সে বাসা থেকে নিজ বাড়িতে ফিরে আসবাবপত্র গুছানোর এক পর্যায়ে গলায় ফাঁস নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, চরপাথরঘাটায় যুবকের আত্মহত্যার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা সঠিক তথ্য পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন‍্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পোষ্টমডেমের রিপোর্ট আসলে সঠিক তথ্য পাওয়া যাবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,