কর্ণফুলীতে ফ্লাই ইজি কনসালটেন্সি এন্ড ইমিগ্রেশন সার্ভিস’র নতুন শাখার শুভ উদ্বোধন
কর্ণফুলী প্রতিনিধি:
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রা শুরু করলো চট্টগ্রাম নগরীর স্বনামধন্য “ফ্লাই ইজি কনসালটেন্সি এন্ড ইমিগ্রেশন সার্ভিস”র কর্ণফুলী শাখা অফিস।
শুক্রবার(২৪অক্টোবর)বাদে আছর ফিতা কেটে কর্ণফুলী ব্র্যাঞ্চের শুভ উদ্বোধন করেন, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা সিপিপির টিম লিডার মোহাম্মদ মাঈনউদ্দীন এবং ফ্লাই ইজি কনসালটেন্সি এন্ড ইমিগ্রেশন সার্ভিস’র নিবার্হী পরিচালক ও আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সদস্য সচিব লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী।
এ সময় অন্যনদের মাঝে আরো উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ৪নং ওর্য়াডের মেম্বার তাহের আহমদ,ফ্লাই ইজি কনসালটেন্সি এন্ড ইমিগ্রেশন সার্ভিস কর্ণফুলী ব্র্যাঞ্চের পরিচালক সাংবাদিক মনসুর আলম মুরাদ,সফরে ক্বাবা হজ্জ কাফেলার পরিচালক মাওলানা আল আমীন সাকি,দূরন্ত দুর্বার সামাজিক সংগঠনের সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ মুছা শিকদার,সহ-সভাপতি লায়ন ওমর ফারুক রানা,আপ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মাহবুবা ইলা,জাতীয় নাগরিক পাটি(এনসিপি)কর্ণফুলী উপজেলার যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা,বর্ণমালা হাতেখড়ি স্কুল পরিচালনা পর্ষদ’র সদস্য মিনার হোসেন,নাইমুর রহমান,নুর আলম শাহেদ,আল আমিন মুন্না,আতিউর রহমান সজিব,বারেক চৌধুরী,জাহিদুল ইসলাম প্রমুক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন সফরে ক্বাবা হজ্জ কাফেলার পরিচালক মাওলানা আল আমীন সাকি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বলেন,কর্ণফুলীতে আগে কোনো ট্রাভেলস এজেন্সি ছিলো না,এটাই প্রথম কোনো প্রতিষ্ঠান যা একই ছাদের নিচে সকল ধরনের সেবা নিয়ে যাত্রা শুরু করেছে।আমরা আশাকরি এ প্রতিষ্ঠানটি কর্ণফুলী বাসীকে ভালো কিছু উপহার দিবে এবং দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।আমরা এ প্রতিষ্ঠানের উত্তরাত্তর সাফল্য কামনা করছি।


