কর্ণফুলীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
কর্ণফুলী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্ণফুলীতে দুস্ত ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কলেজ বাজার আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেন উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীমের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম মামুন মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মুহাম্মদ ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এস এম মামুন মিয়া বলেন, যুবদল হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে যা স্বরণীয় নয় অনুকরণীয় দৃষ্টান্ত।
তবে জেলা যুবদলের ভুলের কারণে কর্ণফুলী যুবদল সামনে এগিয়ে যেতে পারেনি।
তিনি বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখেছে। যখন মানুষ ভোট দিতে পেরেছে তখনই বিএনপিকে বেঁচে নিয়েছে। আগামীতেও তার ব্যতিক্রম হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন সবাই ঐক্যবদ্ধভাবে তার হয়ে আমরা কাজ করব।
আলোচনা সভা শেষে উপজেলার সাড়ে তিনশো দুস্ত ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।





