কলমাকান্দায় আর্থ মানবতার সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার(নেত্রকোণা)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর আয়োজনে আর্থ মানবতার সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।
আজ শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলার লেংগুড়া স্কুল এন্ড কলেজ মাঠে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসায় এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ১০টায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় এই আর্থ মানবতার সেবায় মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
লেংগুড়া স্কুল এন্ড কলেজ মাঠে সকাল থেকেই ভীড় করতে থাকেন চিকিৎসা নিতে আসা গারো,হাজং সহ অসহায় সাধারণ মানুষেরা। দুপুর পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় ৩ হাজার ৫০০জন রোগী রেজিস্ট্রেশন করেন। এসময় রোগীদের সেবা নিশ্চিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় এবং জটিল রোগীদের সনাক্ত করে ময়নসিংহ ও ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এমন আয়োজনে খুশি উপজেলার সাধারণ মানুষ।




