Uncategorized

কলমাকান্দায় পানি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লিয়াকত আলী, স্টাফ রিপোর্টার(নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা।
Institute of Water Modelling (IWM) পরিচালিত “Feasibility Study for Integrated Water Resources Management of Major Rivers in Netrakona District” শীর্ষক সমীক্ষার আওতায় এই সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডব্লিউএম-এর পানি সম্পদ প্রকৌশলী গবেষক মো. জাকির হোসেন।
আলোচনার মূল প্রতিপাদ্য ছিল কলমাকান্দা উপজেলার নদীভাঙন, জলাবদ্ধতা, সেচ ও আকস্মিক বন্যা ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় সমস্যাসমূহ চিহ্নিত করা এবং জনমত সংগ্রহের মাধ্যমে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজে বের করা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনার উপ-সহকারী প্রকৌশলী আরাফাত আহম্মেদ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারী চাঁন মিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ছারোয়ার জাহান,কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান, এমএ আলমগীর, মাহবুব জামিল রিপন, কাওসার আহমেদ প্রমুখ।

এছাড়াও সভায় আইডব্লিউএম-এর প্রকৌশলী তাজরিফা সুলতানা, সোলাইমান কবির আকাশ, জনপ্রতিনিধিগণ, পানি উন্নয়ন বিভাগসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমীক্ষার প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়— কারিগরি, সামাজিক-অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় একটি সমন্বিত ও টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন, যা কলমাকান্দার নদীভাঙন, জলাবদ্ধতা, সেচ সংকট এবং আকস্মিক বন্যা মোকাবিলায় সহায়ক হবে।

স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে এই সমীক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সভা শেষে বিভিন্ন পক্ষ থেকে মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Option trading telegram channels ➤ Top Picks for 2025 ✓

  • জানুয়ারি ১, ২০২৩
Option trading telegram channels are essential for traders seeking insights and strategies. ✓ Discover top channels for accurate predictions, trading