কলমাকান্দায় বিএনপির সভাপতি কে দল থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার (নেত্রকোনা)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতি কে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উপজেলার বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতি আউলাদুল ইসলাম লিটন কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়ের অভিযোগ এনে তাঁকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, আউলাদুল ইসলাম লিটন নিজ এলাকায় চাঁদাবাজি, মাদক দ্রব্য সেবন ও সাধারণ জনগনের সাথে জোরজবরদস্তি করা তার নৈতিক কাজে পরিনত হয়েছিল। এমতাবস্থায় বিষয়টি এলাকায় চাউর হলে উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের তাঁকে দলীয় পদবী ও সদস্য পদ থেকে অব্যাহতি করেন।