কালাইয়ের বহুতী জি ইউ আলিম মাদ্রাসায় সভাপতি নিয়োগে স্থানীয়দের দাবিতে মানববন্ধন

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার,জয়পুরহাট।
জয়পুরহাট জেলার কালাই উপজেলার বহুতী জি ইউ আলিম মাদ্রাসায় সভাপতি নিয়োগে স্থানীয়দের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার ৭ এ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে মাদ্রাসার মূল ফটকের সামনে এলাকার সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বহুতী জি ইউ আলিম মাদ্রাসা স্থানীয়দের দীর্ঘদিনের শ্রম, মেধা ও সহযোগিতায় গড়ে উঠেছে। তাই মাদ্রাসার সুষ্ঠু পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য সভাপতির দায়িত্ব অবশ্যই এলাকার যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তির হাতে দেওয়া জরুরি। বহিরাগত কাউকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠান পরিচালনায় নানা ধরনের জটিলতা তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধন শেষে প্রতিনিধিদল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জামাত আলীর কাছে স্বারকলিপি প্রদান করে স্থানীয় সভাপতির পক্ষে জোর দাবি জানান।
স্থানীয় ব্যক্তিদের মধ্যে আব্দুল করিম
ফুরকান বলেন, আমাদের মাদ্রাসা আমাদেরই অর্থ, শ্রম ও আন্তরিকতায় গড়ে উঠেছে। তাই সভাপতির দায়িত্বও স্থানীয় কোনো যোগ্য ব্যক্তিকে দেওয়া হোক। এতে করে প্রতিষ্ঠান পরিচালনা সহজ হবে এবং এলাকার মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে।
জয়পুর বহুতী গ্রামের সাবেক সদস্য আমজাদ হোসেন বলেন, বহুতী জি ইউ আলিম মাদ্রাসা বহু বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। এখানকার স্থানীয় এক ব্যক্তি সভাপতি নির্বাচিত হন, তবে তাকে কয়দিনের মাঝে পদত্যাগ করতে বাধ্য করান। এখন শুনতে পাচ্ছি সাবেক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম কে নাকি সভাপতি করা হবে। আমরা বহিরাগত কোন ব্যক্তিকে এই মাদ্রাসার সভাপতি হিসাবে চাইনা। আমরা চাই স্থানীয় চার গ্রামের মধ্যে কেউ এই মাদ্রসার সভাপতি নির্বাচিত হোক।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। তারা একবাক্যে স্থানীয় সভাপতি নিয়োগের দাবি জানান।