কালাইয়ের হাতিয়র সঃপ্রাঃ বিদ্যালয় মাঠে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা: ৩১ দফা বাস্তবায়নে সচেতনতামূলক কর্মসূচি..

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩ টায়
জয়পুরহাটের কালাই উপজেলায় হাতিয়র গ্রামের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে আহম্মেদাবাদ, কালাই, জয়পুরহাট এলাকার নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
ক
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল বারী, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিএনপি’র নেতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মৌদুদ আলম সরকার, যুগ্ম আহবায়ক, কালাই উপজেলা বিএনপি’র একজন পরিচিত মুখ।
সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ বজলুর রহমান, যুগ্ম আহবায়ক, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি এবং জনাব আবু বাসার মোঃ আ: রউফ চন্চল, সিনিয়র সহ-সভাপতি, কফিলিয়া ওবায়। সার্বিক ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন জনাব মোঃ এনায়েত মওলা সবুজ, সাবেক সাধারণ সম্পাদক, কালাই থানা ছাত্রদল।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দলের বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া এবং এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। আয়োজকরা আশা করছেন, এই ধরনের কার্যক্রম দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে সাহায্য করবে।