সারাদেশ

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি রৌমারীর কৃতি সন্তান মুরাদ হোসেন

জহুরুল ইসলাম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন রৌমারী উপজেলার কৃতি সন্তান মুরাদ হোসেন৷ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়৷ ওসি মুরাদ হোসেন বাজিতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন৷

গত (১৮ আগস্ট) সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেনের নাম ঘোষণা করেন৷ এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার ক্র্রেস ও উপহার তুলে দেন ওসি মুরাদ হোসেনের হাতে৷

ওসি মুরাদ হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমর ভাঙ্গি গ্রামের মৃত আব্দুর সবুর দারোগার  ছেলে৷ তার এ কৃতিত্বে রৌমারী উপজেলার সকল স্তরের মানুষ আনন্দিত ও গর্বিত৷

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,