সারাদেশ

কুমিল্লায় নিজের ছেলের বউকে ধর্ষনের অভিযোগে শ্বশুর আটক

স্টাফ রিপোর্টারঃ- কুমিল্লাঃ কুমিল্লা নগরীর নুরপুর এলাকার নাসির মিয়া (৫৫) ওরফে (নাসির ড্রাইভার) নামে নিজ ছেলের বউকে ধর্ষণের দায়ে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

নগরীর নুরপুর ১৮ নং ওয়ার্ড মুরগি বাড়ি গলি নাসির ড্রাইভার বাড়িতে ঘটনাটি ঘটে।

মামলার বিবরণ সুএে জানা যায়,ভুক্তভোগী মোসাঃ লাকী আক্তার সাথে ধর্ষণকারী নাসির মিয়া ওরফে (নাসির ড্রাইভার) এর নিজ পুত্র সন্তানের সাথে প্রবাসী মিজানের সাথে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। ঘটনার দিন ভুক্তভোগী লাকী আক্তারের শ্বশুরবাড়ির লোকজন বিয়ের অনুষ্ঠানে সকলের চলে যান, পরবর্তীতে ভিকটিম একা বাড়িতে থাকাকালীন সময়ে তার শশুর তাকে একা পেয়ে ঘরে ঢুকে তার নিজ কক্ষে তার পড়নের পোশাক নিয়ে টানাটানি করে এবং ধর্ষণকারী নাসিরকে বাধা দিলে ভুক্তভোগী কে প্রাণে মারার হুমকি প্রদান করে, অস্ত্র দেখিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তার পড়নের পোশাক খুলে তাকে নিজের মতো করে অত্যাচার করে ড্রাইভার নাসির।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় উক্ত ঘটনার প্রেক্ষিতে একটি মামলার দায়ের করা হয়, মামলাটি চলমান অবস্থায় ধর্ষণকারী নাসির ড্রাইভারকে পুলিশ আটক করে।

আটককৃত নাসির তার ছেলে মালয়েশিয়া প্রবাসী মিজানকে দিয়ে ভুক্তভোগী ধর্ষণের স্বীকারোক্তি দেওয়ার পর ভুক্তভোগী লাকী আক্তারের স্বামী প্রবাসী মিজান তার স্ত্রীর ধর্ষণের বিষয় জানার পর,তখন লাকীকে কল দিয়ে তার বাবা-মায়ের কাছে থাকতে বলেন। বর্তমানে লাকি আক্তার তার বাবা মার কাছে রয়েছে বলে জানা যায়। ধর্ষণের বিষয়টি ভুক্তভোগী লাকী আক্তারের শ্বশুরবাড়ির পরিবার স্বীকার করতে চায়না। তখন ভুক্তভোগী লাকি আক্তারকে ডিএনএ টেস্ট করে ধর্ষনের বিষয়টি প্রমাণ হয়।

এ বিষয়টি জানার পর প্রমাণ ভিত্তিতে লাকী আক্তারের মা হাসিনা বেগম নিজে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,